কি-নোটে প্রথমেই যে বিষয়টা চলে আসছে “passion” যেটাই করেন না কেন ভালবাসা থাকতে হবে। আজকে ওয়েব ডেভ করলাম কাল ফ্রিলান্সিং করলাম পরশু গেমডেভ করলাম, এরকম নয়। ভালবাসা থাকতে হবে। “আমি কি পারবো”,” আমি পারি না …” এই বাক্য গুলো প্যাশনের সম্পূর্ণ বিপরীত।
ফিক্সড মাইন্ডসেট নয় গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে। গ্রোথ মাইন্ডসেট বিষয় টা যদি সহজ ভাষায় বলি তাহলে এরকম আপনি যদি আপনার গোল ঠিক করে ফেলেন আপনি এবং সেভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনার নিউরাল গ্রোথও একই সাথে হতে থাকবে। এটার সাথে রিলেটেড হচ্ছে Grit(perseverance and passion for long-term goals)। আপনি এখন ফেইলর হতে পারেন কিন্তু এটা সাময়িক, সাময়িক ফেইলর আপনার লংটার্ম গোল থেকে বিচ্যুত করতে পারবে না। একটা বইয়ে কথাও মনে পড়তেছে এই মুহূর্তে - Grit: The Power of Passion and Perseverance
Ten thousand hour rule : আপনি কোন একটা বিষয়ে দশ হাজার ঘণ্টা সময় দিন সত্যিকার অর্থেই আপনি ঐ বিষয়ে একজন এক্সপার্ট হয়ে যাবে। Talent + effort = skill + effort = achievement.
মাশা ভাইের স্পিচে, যে বিষয় গুলো আসছে গেম ডেভেলপমেন্টের বিভিন্ন সেক্টর, গেম ডিজাইন থেকে গেম মার্কেটিং। গেম মার্কেটিং এ তিনি জিরো বাজেট মার্কেটিং এর কথা বলছেন। indie game developer রা এমনিতেই অভাবে থাকে এখন যদি গেম মার্কেটিং এ যদি টাকা খরচ করে ফেলে তাহলেই হইছে কাজ। (মাশা ভাই মুক্তি ক্যাম্পের একটা টিশার্ট পড়ে আসছিল এটাও মার্কেটিংের অংশ )
ইন্ডি গেম ডেভেলপার দের জন্য টুইটার আর রেডিট খুব কাজের ব্যক্তিগত অভিজ্ঞতা । জিরো বাজেট মার্কেটিং এর জন্য এই ভিডিও টা দেখা যেতে পারে খুব কাজের। Marketing Indie Games on a $0 Budget
Agility : আপনার যেকোনো চেঞ্জ adapt করার ক্ষমতা থাকতে হবে। আপনার গেমের কোন একটা মেকানিজম আপনার কাছে ভালো মনে হলেও প্লেয়ারদের এটা ভালো লাগে নাই, আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার গেম রিলিজের শেষ মুহূর্তে গিয়েও কোন চেঞ্জ করতে হতে পারে।
কিছু প্রশ্ন ছিল, গেম ডিজাইনার হিসেবে কিভাবে ক্যারিয়ার বা কিভাবে শেখা যায়, মাশা ভাইয়ের সাজেশন ছিল বিভিন্ন বই এবং extracredit এর গেম ডিজাইন এর ভিডিও গুলো। আর একটা প্রশ্নের কথা মনে পড়তেছে, কিভাবে ম্যাসিভ অডিয়েন্স পাওয়া যায়, এখানে অনেক গুলো সাজেশন ছিল, যেমন বাংলাদেশ বা সাউথ এশিয়ান রিজিওন কে টার্গেট করে গেম বানানো যেতে পার, লোকালাইজেশন করে বিভিন্ন রিজিওনাল সাইটে গেম পাবলিশ করা যেতে পারে অথবা আউট অফ বক্স কোন আইডিয়া নিয়ে গেম ডেভেলপ করা যেতে পারে।
এই লেখাটা স্মৃতি থেকে লেখা, অনেক পয়েন্ট বাদ পড়ে গেছে আবার নতুন পয়েন্ট নিজের মত করে অ্যাড করে দিয়েছি।
follow me on facebook
follow me on twitter
follow me on github