গিটহাব ১৮+ যেকোনো স্টুডেন্টকে তাদের স্টুডেন্ট প্যাকটা ফ্রি দেয়। এই প্যাকেজে অনেক প্রিমিয়াম ফিচার ইনক্লুডেড যেমন ২ বছর এর জন্য যেমন, গিটহাবে আনলিমিটেড প্রাইভেট রিপো খুলতে পারবে, একটা .me ফ্রি ডোমেইন, হ্যাকহ্যান্ড এ ৩০৳ এর ফ্রি সার্ভিস নিতে পারবে, গিটক্রাকেন প্রো ১ বছর এর জন্য ফ্রি ব্যাবহার করতে পারবে সহ আরও অনেক কিছু। এই প্যাক নিতে যেটা করতে হবে এই লিঙ্কে (https://education.github.com/) গিয়ে কলেজ অথবা ইউনিভারসিটির ভেরিফাইড মেইল (educational mail) দিয়ে একটা ফর্ম সাবমিট করতে হয়, তারপর ২৪ ঘণ্টার এর মধ্যে রিভিউ হয়ে কনফার্মেশন মেইল আসবে। বাংলাদেশের অধিঙ্কাংশ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য কোন মেইল সার্ভিস প্রভাইড করে না। আপনি যদি জিমেইল, বা ইয়াহু মেইল দেন তাহলে না পাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আপনাকে আপনার আইডি কার্ড এর একটা ছবি তুলে দিতে হবে যেখানে ভেলিডেশন তারিখটা দেখা যায়। এটা ইম্পরট্যান্ট যদি ভেলিডেশন তারিখ না থাকে তাহলে নাও পেতে পারেন। আমার আপলোড করা ছবিটা একবার দেখে নিতে পারেন।
ধন্যবাদ ।
follow me on facebook
follow me on twitter
follow me on github