Image credit: Shohan

আমার Unity3D সেটআপ

ইউনিটি সেটআপ দেয়ার পর আমি প্রথম যে কাজ টা করি … প্রথমেই ভিসুয়াল স্টুডিও কোড ইন্সটল করি। মনডেভেলপ এর চেয়ে VSCode ই অনেক বেশি ফ্রেন্ডলি মনে হয় আমার কাছে। তারপর কিছু প্লাগিন ইন্সটল করি। প্লাগিন গুলার লিস্ট

  • Beautify
  • C# (for C# support)
  • Debugger for Unity3D
  • Unity Snippets
  • Unity Tools
  • material Icon Theme
  • Trainling Semicolon
  • Markdown All in One

তারপর আমি যেটা করি Menlo ফন্ট ইন্সটল করি। ফন্ট সাইজ রাখি ১৬

এটা আমার ভিএস কোড এর prefernce file.

{
    "workbench.iconTheme": "material-icon-theme",
    "window.zoomLevel": 0,
    "editor.fontSize": 16,
    "editor.fontFamily": "Menlo",
    "material-icon-theme.showUpdateMessage": false,
    "extensions.ignoreRecommendations": true,
    "markdown.extension.preview.autoShowPreviewToSide": true
}

ডার্ক থিম ব্যাবহার করি সব সময়।

How to configure Visual Studio Code with Unity3D

এছাড়াও আরও কিছু প্লাগিন বা থিম মাঝে মধ্যেই ব্যাবহার করি এই মুহূর্তে মনে পড়ছে না।

Related